বিধি সম্মত।। প্রিয়াঙ্কা চৌধুরী মুখোপাধ্যায়
 IMG 20180320 WA0031

বিধি সম্মত

প্রিয়াঙ্কা চৌধুরী মুখোপাধ্যায়

 

মালকোষে রাত্রি নামবে বলে রাত্রিকে বিধি সম্মতসতর্কীকরন করা হয়নি

তাতেও কিছু নয়

কারণ একেক জনের সতর্কীকরণে কিছু যায় আসেনা

তাই হাজার নিষেধ সত্ত্বেওক্ষয় ক্ষতির সম্ভাবনাদেখেও

লেভেল ক্রসিং  লাল আলোয় রাস্তা পারাপার বরাবর

এদিকে ট্রেন দেখে আচম্বিতে দাঁড়িয়ে পড়াশৈশব খুঁড়েবার করা পরপর।

চলতে থাকলেই যদি চলচ্চিত্র হততাহলে ট্রেনের থেকেবড় চলচ্চিত্র

হতে পারত না কেউ

ট্রেন বললে আবার বিলম্বিতে খেয়াল চাপে, ‘গোঁসাইবাগান’ নয়তো?

এত যে কবিতাকবিতা নিয়ে আলোচনা-পর্যালোচনা

এত যে বাহানাকবিতার প্রলেপ দিয়ে ঢাকা পড়ল কই?

ভেবেছিলাম তুলে তুলে রাখবো কিছু কিছু

আর রোদ লাগাবো বছরে দুবার

লাভ নেইজেনে গেছি একটি নিরেট কথা

বেঁচে থাকা ছাড়া মৃত্যুর কোন কারণ নেই আর

 

 

 

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...