সূর্যের জন্ম।।অমিতাভ মৈত্র
IMG 20180320 WA0035
সূর্যের জন্ম 
অমিতাভ মৈত্র
 
 
এক মগ কালো কফি সেই কবে এগিয়ে দিয়েছিলাম
                                    শীতে কাঁপতে থাকা তারার দিকে
 
সৌজন্যের সাথে সেটা সে পাশের তারাকে এগিয়ে দেয়
 
অজস্র হাত ঘুরতে ঘুরতে সেই এক মগ কালো কফি
এক অসম্ভব সীমাহীনে এক পুনরাবৃত্ত গোলকধাঁধায়
এখনও একইভাবে হাত থেকে হাতে ঘুরে চলেছে
 
এবং এখনও সে একইরকম গরম
 
 
 

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...