একান্ন।। বিপ্লব গঙ্গোপাধ্যায়
IMG 20180320 WA0041
একান্ন
বিপ্লব গঙ্গোপাধ্যায় 
 
 
আসলে আমরা সবাই অন্যের হাত ধরে আছি
একে অপরের  হাতে তুলে দিয়েছি বিশ্বস্ত আকাশ ।
তবু যদি একা মনে হয় 
এ নিছকই ভ্রম 
ভুল অঙ্কের মতো উত্তরবিহীন ।
হাত ধরে আছি শক্ত করে 
মায়ের হাত 
বাবার হাত 
বন্ধুর হাত 
ভালোবাসার হাত 
অনেক অনেক হাত চারপাশে ।
তুমি নিজে যদি বন্ধন ছি   ন্ন   না করো 
তাহলে একান্ন 
ছিড়ে ফেললে  একা
 
 

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...