বলো তো আরশি তুমি।।দীপ্তপ্রকাশ চক্রবর্তী
IMG 20180320 WA0047
বলো তো আরশি তুমি
দীপ্তপ্রকাশ চক্রবর্তী
 
 
মৃত্তিকা ধুয়ে যাবে দেবী
সিদ্ধান্ত:সুশীতল স্নান
আরশি তুমি ছায়াপাখি
পলাশে আগুন আর মধু আছে।মধু,তাই আগুন।বা উল্টোটা।কালোপাখি আলো ক'রে আছে খাঁ খাঁ দুপুর।মেয়েরা দেখে দেখে চলে যাচ্ছে।লোভনীয় বুকে এক্কাদোক্কা।আরশি,মুখটি তোল'
ষণ্ডামার্কা ষাঁড়টা দোলের দুপুরে আকাশ হতে আকাশপথে পুরুষাঙ্গ ফুঁড়ে দিলে সাধকের হাতে কেউ কেউ এনে দিলো প্রথম রজ
প্রেম বলো মায়া বলো স্বর্ণগোধিকাই যদি বলো পলাশপূর্ণিমা আর মেঘমল্লারে প্রভেদ কতটুকুইবা
যদি না মেঘেদের ঊর্ধ্বে শূণ্যে রক্তে লিখে নির্দোষ দেখিয়ে দিতে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলি আমার নিষিদ্ধ প্রশ্নের উত্তরে,কবেই কল্যাণ ভুলে যেতাম তোমাকে...দু:খ পাবে দু:খ
দেবে---গ্রীষ্মের নদনদীকেই উদ্দেশ্য করে বলা,আমাকে নয়...তবু 'x' ধরে ক্লাস সেভেন-এ পাটিগণিতের অংক কষার মতো আমি আমাকেই ধরে নিয়েছিলাম 'গ্রীষ্মের বাণিজ্য আমার'এই নামে,উৎসর্গপত্রে লেখা 'কল্যাণ'কে...পলাশের রঙের দিকে তাকাতে পারিনি
গ্রীষ্মের নদনদীর রেখাচিত্র দিয়ে শুরু...কোনকিছুর মধ্যেই প্রেম নেই...খেলা আছে...নীরব ভৈরব খেলা...সলিল চৌধুরীকে মনে রেখেও সেই আমার থেকে আমাকে বাদ দিতে না-পারার ক্রান্তীয় সংস্করণটিই এবারের চৈত্রসংক্রান্তির সন্ধ্যায় ভূমিকম্পপ্রবণ এলাকার মানুষের হাতে তুলে দিয়ে এসেছি
কেউ কোন প্রশ্ন করেনি...কান্নাকেই ধরে নিয়েছে
ঈশ্বর
 

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...