Author

Subrata Kumar Burai ।। সুব্রত কুমার বুড়াই

দাগ
সুব্রত কুমার বুড়াই

আমার শরীরে অনেক স্মৃতি রেখেছ তুমি
চিমটি কাটা থেকে কলমের খোঁচা
কিংবা ডান হাতের তালুতে কম্পাস কাঁটার চিহ্ন!
রয়ে গেছে সব...
শুধু তুমি চলে গেলে হৃদয়ে গভীর ক্ষত রেখে।
বত্রিশ বছর কী এমন সময় সেসব মুছে যাওয়ার!

হাত বুলোই শরীরের সে দাগে
জেগে ওঠে স্মৃতি।

তোমার হাতে পেন্সিল কম্পাস নেই, আছে সংসার।
আর আমার ভালোবাসার নৌকা বাঁধা থাকে দাগে!

 

Write comment (1 Comment)

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

বৃত্তের বিন্দু
সুব্রত কুমার বুড়াই

 

জীবনটা একটা বৃত্তের মধ্যেই ঘুরছে
বাহিরটা আজও জানা হলোনা তেমনভাবে
চেনা অচেনা কত প্রিয়জন
যে যার মতো করে টানে
কেউ বা ঠেলে দেয় দূরে।
বৃত্তের মধ্যে ঘুরপাক খেতে খেতে ক্লান্ত আমি।
প্রাণপণ চেষ্টা করি বৃত্ত ভাঙার‚ পারিনা।
আমার জীবন কানে কানে পরিহাসের গল্প শোনে।
বারবার তাই একই বৃত্তে পাক খাওয়া
কখনও প্রান্তে কখনও কেন্দ্রে‚
একই পরিক্রমার পুনরাবৃত্তি।
এভাবেই চলতে চলতে দেখি
বৃত্তটা ক্রমশ বিন্দুর দিকে হাঁটে
সেই বিন্দুতেও আমি একা
বৃত্তহীন জীবনে আর পাক নেই‚ নেই কোনো সংঘর্ষযাপন
তবুও পরিধি হাতছানি দেয়
বিন্দু ভেঙে বৃত্তের সাধনা করি আমি।
 
 
 
Write comment (0 Comments)