Author

Sovan Mondal ।। শোভন মণ্ডল

শাল-পলাশের বন
শোভন মণ্ডল


দুপুরের অলস হাওয়ায় কেঁপে যায় শালের বন
তীব্র উচ্ছ্বাস। ঝরে যায় পাতা
ভেসে যায় নৌকো হয়ে

এই যে পথ চলে গেছে জঙ্গলের ভেতর
আঁকা-বাঁকা,  অজগরের মতো
দু'পাশে আগুন জ্বালানো পলাশের গাছে
লাল ধুলো পায়ে পায়ে
আমাকে সঙ্গ দেয় প্রতিদিন,  এ পথে
আমি শুধু অবাক বিস্ময়ে অরণ্যের গন্ধ শুঁকি
অনুভব করি ফুলের উত্তাপ

আর ওই যে একদল মেয়ে ঝাঁট দিয়ে জড়ো করছে শালপাতা
সযত্নে ভরে নিচ্ছে থলির ভেতর
ওদের শরীরে গড়িয়ে পড়ছে ঘাম

অরণ্যের বিস্ময় ওরা গায়ে মাখছেনা

Write comment (0 Comments)

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 শ্রীচরণেষু মা
 শোভন মণ্ডল
 
 
জন্মদিনে নিজের হাতে পায়েস খাওয়াতে পারোনি বলে
শেষ চিঠিতে তুমি দুঃখ করেছো
তুতুনের শরীরটা কয়েকদিন ভালো যাচ্ছেনা
ভোলনি,  খোঁজ নিয়েছো ছত্রে ছত্রে
জানতে চেয়েছো বাড়ির ছাদ চুঁয়ে আর জল পড়ে কিনা
নতুন বুলডগটা এখনো কি সকাল হলেই বাইরে বেরতে চায়?
ছাদের ডালিয়াগুলো শুকিয়ে যাচ্ছে না তো? 
কিছুই ভোলনি দেখছি 
শীত শেষ হয়ে আসছে,  এই সময় ঠান্ডা লাগে আমার
রাতে ফ্যান চালাতে বারণ করেছো তুমি
তোমার চিঠিতে শুধু এইসব কথা
একবারও জানাওনি তোমার পায়ের ব্যথা এখন কেমন আছে ! 
 
 
 
Write comment (0 Comments)