Author

Ranjana Bhattacharya ।। রঞ্জনা ভট্টাচার্য্য

অন্ধ বসন্তে
রঞ্জনা ভট্টাচার্য্য
 
কোনো এক বৃষ্টি দিনে
আমাকে অন্ধ করে জ্যোৎস্না এঁকেছিলে
ঠোঁটে, 
ঝুলন্ত বাগান দিয়ে ঢেকে ছিলে
পলাশ রঙা নদী, 
কোনো এক বসন্তে আমি
চণ্ডালিকা নিজেই তৃষ্ণার্ত হয়ে
অলিখিত ভাঙচুর, 
ভাঁট ফুলের মালা গেঁথে দেবে
কথা দিয়েছিলেন কয়েক জন্ম আগে, 
এবার হাতের পাতার মত সন্ধ্যা চাই
সন্তানের মুখ দেখবো বলে.. 
Write comment (0 Comments)