Author

Satkarni Ghosh ।। সাতকর্ণী ঘোষ

চলতি হাওয়ার রং
সাতকর্ণী ঘোষ
 
আজ দুজনে  খেলব হোলী চোখাচোখি
মাখব রং ছুটব পিছে পিচকিরি
বসন্ত বয় শরীর মনে সময় এখন
আমরা দুজন পাখনা মেলি রঙিন স্রোত।
ভাসব আজই রঙিন দোলায় সপ্তসুর
বাজবে কানে প্রেম নিবেদন লজ্জা তুই
ঠোঁটকাটা আজ বলব কথা সবটা খুলে 
তোর শরীরে রং মাখাব দরজা খোল।
কদম গাছে ঠেস হেলনে তুই রাধা যে
যমুনা নয় এই নদীপাড় তোর চেনা
কলসি নয় স্নানের ঘর চিনিস নিজে
আমার জন‍্য এইটুকু তুই উত্তাপ রাখ...
Write comment (0 Comments)
0
1
0
s2sdefault