utasb sankha2018final2
প্রচ্ছদ - মনোজিৎ নায়েক       

 

ম্পা দ কী

আকাশ। নীল নীল। তুলো তুলো। কাশ ফুল।
নীল প্যান্ট। সাদা জামা। অপু অপু গন্ধ।
ঝিকঝিক। রেলগাড়ি। ভাঙা ব্রিজ। কান্না।
 
...
আগমনী ।। মিঠুন চক্রবর্তী

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
আগমনী
মিঠুন চক্রবর্তী
 
তুলো তুলো মেঘ উড়ছে-বসছে , তোর গল্পের বাড়ি
প্রজাপতি চিঠি-কোন ইশারায় দূর দিগন্ত পাড়ি!
পাল তুলে তুলে একশত ডিঙি - কথারা দারুণ ভাসছে,
হলুদ-রোদের ওড়নাটা তোর শরৎ-কে নিয়ে আসছে।

জানলায় আমি বসে বসে তোর মুখখানা বুনে যাচ্ছি,
তোকে খুঁজে পাবো একদিন ঠিক ভাবনা গুছিয়ে রাখছি।
এখনও আমি ফুল ভালবাসি, গান শুনে যাই রোজ,
পাথর জমেছে যদিও অনেক রাখিস কি তার খোঁজ?

তোকে পেতে চাই বাস্তবতায় অন্ধকারের ছিদ্রে,
রাতে রাস্তায় গেয়ে যাবি তুই দুঃসাহসের গীত রে।
কেউ ভাল নেই, কেউ ভাল নেই -পুরুষ এবং নারী,
দশদিকে সুর হারিয়ে ফেলেছি, অসুরের বাড়াবাড়ি।

তোকে পেতে চাই ঘুষের টেবিলে সততা আবার জাগছে
তোকে পেতে চাই পুরুষের কোষে ধর্ষক হার মানছে
তোকে পেতে চাই বাড়িতে-অফিসে-যানবাহনের সীটে
তোকে পেতে চাই আলোর দুয়ারে, কাটছিস তুই ফিতে...

তখন দেখিস সত্যিকারের উৎসব পায়ে হাঁটছি
অসুখের থেকে সেরে উঠে আমি বাতাসকে ভালবাসছি...
 
 
 

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...