প্রচ্ছদ -  সুকান্ত সিংহ      
 
স ম্পা দ কী য়
 
জীবন বিচিত্র এই
হাসি সুখ দুঃখ...
মরমে ধরতি হবে
অনুভূতি সূক্ষ্ম।
 
ভাষার কান্না কী
জেনেছ কি সত্যি?
শিকারস্বভাব ছাড়ো
...
বাংলাতেই ঝিঁঝিঁডাকা রাত দেখি ।। লক্ষ্মীকান্ত মণ্ডল

 
‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা ’
কবিতাটি পড়েছি সপ্তম শ্রেণিতে । রাতে কেরোসিন লম্ফে  কবি অতুলপ্রসাদ সেন'এর নাম মুখস্থ  করতে করতে দাদুকে জিজ্ঞেস করেছি - দাদু 'গরব' মানে কি গো ?  দাদু  আমার পড়ার পাশেই দড়ি কাটার ঢেরা ঘোরাতে ঘোরাতে বলেছিলেন
 - গরব মানে হল বেঁচে থাকা , গরব মানে বাঁচিয়ে রাখা । তুমি যাকে ভালোবাসবে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখতে পারাটাই গরব ।
 - তবে কি আমরা বাংলা ভাষার জন্য গরব করি ? 
 - অবশ্যই করি । কেন না বাংলা আমাদের মায়ের ভাষা । এই ভাষাতেই আমরা কথা বলি । এই ভাষাকে বাচাঁনোর জন্য কত তরতাজা ছাত্র পুলিশের গুলিতে প্রাণ দিয়েছেন । তোমারও কর্তব্য সেই ভাষার জন্য আকাশ বাঁচিয়ে রাখা ।  
 আজ ফাল্গুন  । শীতাতপ রোদের মাঝে পথটা এঁকেবেঁকে ঢুকে যাচ্ছে ঝলমলে সবুজ ধান ক্ষেতের ভিতর ।  পাতা উড়ছে , হিজল পাতা । পথের ধারে যে পুকুর ঘাট সেখানে  বাসন ধুচ্ছেন  কোন এক অন্তরা । আর মন কেমনের ঝিরিঝিরে বাতাসে নড়ছে দেবীর আঁচল  - এ আমার বাংলা –এ বাংলা বাংলা ভাষাতেই কথা বলে ; আমিও এই ভাষাতেই বুকের পাঁজরে ঝিঁঝিঁডাকা রাত দেখি । 
একান্ত নির্জনে যখন আমার নদীর স্রোত আমার কবিতার পঙক্তি হয়ে যায়  -  তখন ওম্ শব্দ বাজতে শুনি ।  একদল যুবক নিজেদের কথাকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণ দিতে চায়, দেয়ও ।   আলো অন্ধকারে সাঁতরাতে সাঁতরাতে ভোর আসে আমার ভাষার, প্রত্যেক ভাষার। নাভি থেকে উঠে আসে - ‘ তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা !’
ভাষার ভালবাসার কথা লিখতে গিয়ে অপেক্ষা করতে হয় না কোন একুশ পর্যন্ত ।   
 
 
 

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...