মার্চ ২০২০                                                  প্রচ্ছদ–ঋত্বিক ত্রিপাঠী    

যখন তুমি এসেছিলে ।। জয়দেব মাইতি

 
 
কি ফুল ফুটে ওঠে আমার মনিকোঠায় ?  তবে কি বসন্ত জাগ্রত দ্বারে?
অবিবেচক মেঘেরা আজ ঘরকুনো। ঝরে পড়ার আহ্বানে পাতারা আজ বিরহী।
আবার কুহুতানের আনন্দে মেতে ওঠা- নিম আর সজনে, স্বপ্ন বলে  নতুনের–
এও কি তবে আমার আনন্দের প্রতিধ্বনি !
নকি উচ্ছাসের বর্ণমালা ?
তবে কি আমার বসন্তবেলা সমাগত ?
আমি দিনগুনি। আমার সারাদিন ভরে যায় - ফুলের গন্ধে...
স্বপ্ন'রা উঁকি মারে অলিন্দে অলিন্দে
 আজ সব বাতাস পলাশের কথা বলে। সব কলতান হয় কোকিলের। চারদিক ভেসে যায় ফুলের লাবণ্যে–
গলা ছেড়ে গাইতে ইচ্ছে করে–কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা... মনে মনে
লেখকের অন্যান্য লেখা

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...