মার্চ ২০২০                                                  প্রচ্ছদ–ঋত্বিক ত্রিপাঠী    

অরূপ রূপের কুমারী কথা ।। বিকাশ চন্দ

 
 
কখনও দেখা হয়নি মৃগশিরা নক্ষত্রের আলো...
নাভিমূলে খুঁজেছি সদ্য পোষা হরিণীর কস্তুরি, 
অতল গভীর নিষেধের গানের কথা ভাষাহীন নীরবতা...
অচেনা দীর্ঘশ্বাসে ভেসে আসে শালিক দোয়েলের গান, 
বন বাতাসীর সুরে তখন এক মরণে দু'জন মরণ সুর...
কুঁড়ি খোলা মুখে তখন আলো মুখের তুমুল উচ্চারণ। 
গলায় ছিল পদ্ম বীজের  মালা কোঁচড়ে বকুল...
বাহুমূলে লাল পলাশের নিবিড় আস্তরণ, 
এ রূপের বিভা জানে লাল সূর্যের সকাল কুয়াশা ভোর...
দূর্বাঘাসে আলতা পাটির চূর্ণ কুয়াশার মুক্তা ফসল, 
পানকৌড়ি ভুলে গেছে ডুব দিতে ডানায় উড়ান দখিন হাওয়া
স্নানের শরীরে দু’চোখে গভীর নীলাচল মায়াবী হরিণ চাওয়া। 
জলজ পরি বাতাসে ভেসেছে অরূপ পৃথিবীর ছোট্ট কোণে, 
সে কথায় সুর তোলে আদুল শরীরের ভাঁজে গান বোনে...
পাখিরাও বোঝে মিহি সুরে দোয়েল কোকিলার গোপন উচ্চারণ। 
সম্মোহনের বাঁধনে ছড়িয়ে পড়েছে মোহন অভিজ্ঞান, 
অরূপ কুমারী বাতাস পীত রঙা পাতার আড়ালে কচি পাতা...
অন্বিষ্ট বার্তা নিয়ে ছুঁয়ে গেছে অরূপ রূপের কুমারী কথা।    

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...