মার্চ ২০২০                                                  প্রচ্ছদ–ঋত্বিক ত্রিপাঠী    

অন্ধ বসন্তে ।। রঞ্জনা ভট্টাচার্য্য

 
 
কোনো এক বৃষ্টি দিনে
আমাকে অন্ধ করে জ্যোৎস্না এঁকেছিলে
ঠোঁটে, 
ঝুলন্ত বাগান দিয়ে ঢেকে ছিলে
পলাশ রঙা নদী, 
কোনো এক বসন্তে আমি
চণ্ডালিকা নিজেই তৃষ্ণার্ত হয়ে
অলিখিত ভাঙচুর, 
ভাঁট ফুলের মালা গেঁথে দেবে
কথা দিয়েছিলেন কয়েক জন্ম আগে, 
এবার হাতের পাতার মত সন্ধ্যা চাই
সন্তানের মুখ দেখবো বলে.. 

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...