মার্চ ২০২০                                                  প্রচ্ছদ–ঋত্বিক ত্রিপাঠী    

রাঙা হওয়া ।। আগমনী রাজ রায়

 
আজ হওয়াটা একটু বেশি এলোমেলো
নির্জনে নিস্তব্ধে সামনে না পেছনে হাঁটতে চাইছে মন?
নদীর হাঁটু জলে পা ভিজিয়ে,
চোখ বন্ধ করে ডান বাম করে এগিয়েছি।
চোখ খুলে দেখেছি মেলেনি কয়েকবার,
এবার মিললে ভিক্টোরিয়া না রেস্টুরেন্টে যাবো,
বারে বারে দশ বার এবার অন্য কিছু চাইবো।
দশ মিনিটের মধ্যে যদি কোকিলের ডাক শুনতে পাও
তাহলেই হবে। তাহলে কি হবে?
হয়তো মিলে যাবে আমার কাঙ্খিত বাসনা।
 
নদীর জলে অল্প স্রোতে নিজেদের খুব স্বচ্ছ ছবি দেখেছি,
অলস দুপুরে হাতে হাত রেখে কত কথা বলেছি। হঠাৎ এক ঘূর্ণি হওয়া গন্ডগোল বাঁধিয়েছে।
 
                         
আজ আবার এলোমেলো হওয়া বইছে
শান্ত দুপুরে, নির্জনে পুকুরের পাড়ে একা বসেছি,
বন্ধ চোখে দশ গুনছি,একটি শিমুল হয়তো খসে পড়বে!
তাহলে হয়তো সব আগের মতো হয়ে যাবে।
পুকুরের সামান্য তরঙ্গায়িত জলে নিজের মুখ দেখেছি,
কেমন যেন কাঁপা কাঁপা আর অস্পষ্ট
আজ হওয়াটা এলোমেলো  হলেও আকাশটা একেবারে মেঘলা।
এই ভরা ফাল্গুনে নতুন রাঙা হওয়া...
পারোনা মিলিয়ে দিতে  মান- অভিমানের পালা।
                            

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...