মার্চ ২০২০                                                  প্রচ্ছদ–ঋত্বিক ত্রিপাঠী    

প্রেমপত্র ।। অমৃতা খেটো

 

এই মুহূর্তে আমি অমৃতা নই, আমি মিলেভা মারিক, আলবার্ট আইনস্টাইন আমার প্রেমিক, তাকে আমি প্রেমপত্র লিখছি...
        প্রিয় আলবার্ট,
                                  জলতোয়ার নরম বুকে ফুটে উঠেছে পদ্মকুঁড়ি। গাঢ় নীল আকাশ, স্বর্ণাভ রোদ্দুর আর লিমাট নদীর সুগন্ধী বাতাসে ভেসে আসছে
নব বসন্তের পদধ্বনি। আজ বসন্ত জাগ্রত প্রতিটি হৃদয়-দ্বারে। নদীতে সেতুর বাঁধুনি, রঙিন উজ্জ্বল ফুলের বাহার, পাখিদের কলতান... এই হল পৃথিবীর ভূস্বর্গ সুইজারল্যান্ডের মনোহর শোভা। আকাশে যেন রামধনুর পত্রলেখা, জুরিখ হল সেই ভূস্বর্গ র নন্দন কানন।
এই সৌন্দর্য ছেড়ে, তোমাকে ছেড়ে হঠাৎ বাড়ি চলে এলাম মায়ের শরীর খারাপ। সুইস পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের একমাত্র ছাত্রী আমি। হাঙ্গেরী থেকে এসে খুব মনখারাপ লাগতো, আমার সার্বিয়ান ভাষা কেউ জানতো না। আমিই তোমাকে আবিষ্কার করলাম, সাতেরো বছরের ঝাঁকড়া চুলের কিশোর, আমিও সতেরো..।
অঙ্ক আর পদার্থ বিজ্ঞান তোমার আমার দুজনের খুব প্রিয়। অংকের অলৌকিক জগৎ আছে, আছে অতলান্তিক গভীরতা যাতে তুমি আমি ডুব দিয়েছিলাম।
আমি রোমান ক্যাথলিক, আর তুমি ইহুদি... কিছুতেই কেউ মেনে নেবে না। আমি ধনী কন্যা, তুমি প্রায় গরীব, কিন্তু ভালোবাসা সেই ভেদাভেদ ভুলিয়ে দিয়েছে। অংকের সুস্বাদু দিগন্তের হাতছানি আছে, আছে তোমার অমোঘ ভালোবাসা। বসন্তের আগমনী সংগীত শুনতে শুনতে বাড়ি ফিরে এলাম। সেদিন পূর্ণিমায় বেহালার সুরে সুরে আমার হৃদয় মথিত করে দিয়েছিলে, জানতে চেয়েছিলে সেই কথাটি...
প্রিয় আলবার্ট, হোস্টেলে ফিরে যাই, বেঠোভেনের ফি ফথ সিম্ফনি শুনতে শুনতে আমি জানাবো পৃথিবীর মধুরতম কথাটি....
                             একান্ত তোমারই মিলেভা

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...