logo corona

রাধাকে কীভাবে পাবে ।। আশিস মিশ্র

 

রাধাকে কীভাবে পাবে
ভেবেছো কখনো?
পলাশে সাজানো বন
ভুরুটি বাঁকানো।

ভুরুটি ওভাবে থাকে
ঠোঁটটি রাঙানো
সে মেয়ে পুকুর পাড়ে
সাহসী তাকানো।

সে মেয়ে রাধার মতো
আবিরে মাখানো
রসের গ্রামীণবালা
ফাগুনে সাজানো।

রাধাকে এবার পাবে
গ্রামের গোকুলে
চুমুর নৌকো চলে
একুলে ওকুলে।

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...