iswarchandra vidyasagar

Mohool Potrika
Login Here  Login::Register

ঘাসফড়িং ।। সুশান্ত সৎপতি

IMG 20180320 WA0029
ঘাসফড়িং
সুশান্ত সৎপতি
 
আমার পড়ার টেবিলে
একটি ঘাসফড়িং সবুজ চঞ্চলতা ছড়িয়ে
ঘরময় উড়ে বেড়াতে শুরু করলে
আমার মনোযোগ ওর সঙ্গে দেওয়ালে, ছাদে, কার্নিশে, বারান্দায় উড়েবেড়াতে থাকল।
যে বয়স স্থিরতার দাবি করে, তার কাছে 
এই ঘাসফড়িং কী প্রত‍্যাশায়‌ এসেছে!
রক্তের ভিতরে তবু উন্মাদনা টের পেয়ে
মুখে,মাথায় ঝুলিয়ে দিলাম হলুদ পাতা,
 গায়ে জীর্ণ বাকল।
একটি টিকটিকি এই সব দেখছিল
তারপর অকস্মাৎ, সতর্ক লাফদিল একটা !

মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যাকরোনা Diaryআমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...

 

 

কবিতা, গল্প, কবিতা বিষয়ক গদ্য পাঠাতে পারেন ইউনিকোডে ওয়ার্ড বা টেক্সট ফর্মাটে মেল করুন [email protected] ।

বিশেষ দ্রষ্টব্যঃ- www.mohool.in এ প্রকাশিত লেখার বিষয়বস্তু ও মন্তব্যের ব্যাপারে সম্পাদক দায়ী নয় ।