কথার কথা ।। ঋত্বিক ত্রিপাঠী

IMG 20180320 WA0030
 
 
কথার কথা 
ঋত্বিক ত্রিপাঠী
 
এমনও কিছু কথা থাকে মানবিক অথচ
বিগ্রহ অভিসার পুড়ে যাচ্ছিল, সে তো স্বাভাবিক
পাশেই নিষ্প্রাণ স্তোত্র,  নিমেষ ভগ্নাংশ 
 
ছায়ার শরীর লক্ষ শ্মশান নির্বিঘ্ন গর্ত
সেখানেই অস্থির কথা ঘনঘোর বিদ্যুৎ
ক্ষণেক্ষণে পোড়ায় আলো, সুবর্ণ দেহ
 
শরীরে লুকিয়ে ছিল বোধিবৃক্ষ
অনন্তকাল নিছক জলের নামে মানত
কালে কালান্তর নিরক্ষর দিগন্ত
 
যখন তখন পুঁথির মালা ইচ্ছা ডিগবাজি
গুপ্তধন চোরালণ্ঠন,সাইডে এসো
কথা আছে ভীষণ ভীষণ পারসোনাল।

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...