ছেঁড়া দ্বীপ।।সুধীর দত্ত

IMG 20180320 WA0034
ছেঁড়া দ্বীপ
 সুধীর দত্ত
 
পাথর পাথর আর চারদিকে দিগন্তরেখার
নীচে যে কুহক জল
সে মাড়িয়ে চলে যায়‚ গোড়ালি অবধি বালি‚
গাঙ--পায়রাদের ডানার শুভ্রতা নিয়ে
সে দ্যাখে উজ্জ্বল রোদ‚ নৌকাটির সারা গায়ে
মাছদের আঁশ লেগে আছে।
এ গভীর মীনরাজ্য‚ পাথরের সিঁড়ি বেয়ে
নেমে যাবে আদিম স্ফটিক স্বচ্ছ জলে।
ও কি আর ফিরবে না? মৌসুমি রাস্তা বরাবর
ওই যে কুদরতি পথ‚ শামুক পাহাড়
দুই দিকে‚ ছেঁড়া দ্বীপ‚ সে চেয়েছে নারীর বুকের ওম নিসর্গের ভিতর‚ বিহ্বল
ঝাউয়ের ভুতুড়ে ছায়া‚ কেয়া ঝাড়‚ ছলাৎছল
চিৎ কাত‚ উপুড় পাথর জুড়ে
গুঁড়ো গুঁড়ো অবিরাম জল।

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...