জিদ।।শম্ভু রক্ষিত

IMG 20180320 WA0038
জিদ
শম্ভু রক্ষিত
 
 
ভূস্তরের কড়ি--অঞ্চলগুলিকে আমি জিঞ্জির করে চলি
সংশয় : স্বয়ংক্রিয় বন্দুক ফিনকি দিয়ে আমার বাষ্প বের করে
আমার উদ্ভুত শিশু সওদাগরি ছকে ধনুর্ধর গোলক মোড়ে
আমার কর্মক্ষমতা কৃশ রাখার চেষ্টা করে
 
আমি স্বধর্মে অধিষ্ঠিত মুনিব‚ পুরু করে মোমে মাজা
আমি স্টেট ট্রেডিং কর্পোরেশন‚ বড় বড় পাথরের চাঙ্গড়ের আয়তনের
 
আমি নুড়ি পাথরের জলদস্যু‚ কোষাগারের চাওয়াচাওয়ি নিয়ে পড়ি
আমি ডানাওয়ালা ভাট‚ প্রগতি ও দুশমনটুপি পরি
 
আমি ধোঁয়ায় তৈরী নীলচে--সবুজ রঙের লম্বা থাম
রকেট পরিচালনার জন্য যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন
তার প্রায় সবগুলিই নিন্দিত করি
 
আমি হাড়কঞ্জুস একটা‚ মজুরশ্রেণির লোক
আমি যতি-স্ত্রী ভাজা ভাজা ধরণের; কপিঞ্জলের মতো তার মাথা
 
তার চোখের ভ্রূযুগল গুটান আর কবিলা‚ ঘন
 
আমি সান্তর ঘৃণার বস্তু ; দেড় টনের মতো ; শিঙের তৈরি ছাতা থেকে 
গড়া শুরু করে করি হলোওয়ার কাচ
আমি অন্ধকারের পোড়া শহীদ। নিজস্ব ধরণের বীরপুরুষ
আমি মৎস্যশিকারের বর্ণনা ; উঁচু থেকে নীচু পর্যন্ত ফাটা
গণিতশাস্ত্রী‚ আবিষ্কর্তা‚ রাজনীতিজ্ঞদের চতুষ্পার্শ ধরি
 
আমি কপালিয়া; এশো রিসার্চ কোম্পানির আব্দারে আসি
আমি আমার শরীরের তরুণাস্থি‚ অন্য ইস্পাতধর্ম শরীরে স্থাপন করি
আমার বায়ুর চেয়ে ভারী অত্যুচ্চ বেগমান বিমানের এক নকশা হাতে
করে ধরে মাপজোখ টানি
আমি পাঁচ ছয় ফুট উঁচু লম্বা হয়ে যাই
 
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...