মধুশালা ।। অনুবাদ : মৌমিতা সিনহা

IMG 20180726 WA0007

মধুশালা 
হরিবংশ রায় বচ্চন
আনুবাদ : মৌমিতা সিনহা
 

মধুশালা ১
--------------

সুকোমল আঙুর থেকে
আজ আমি যে অমৃত তৈরি করেছি,
হে প্রিয়,নিজের হাতেই
আজ তোমায় পান করাব;

প্রথমে তোমাকেই দেব এই অমৃত-ভোগ,
তারপর প্রসাদ পাবে জগৎ;

সবার আগে তোমাকেই
স্বাগতম জানাচ্ছে আমার মধুশালা।

 

মধুশালা ২
--------------

হে তৃষ্ণা আমি ব্রহ্মাণ্ড তপ্ত করে
সমস্ত অমৃত বার করে আনব,
আমি সাকী হয়ে
অমৃতের পেয়ালা নিয়ে
নৃত্য করব একপায়ে;

জীবনের সব মধুরতা আমি
কবেই তোমাকে নিবেদন করেছি,

আজ তোমাকে সমর্পণ করব
জগতের মধুশালা।

 

মধুশালা ৩
--------------

প্রিয়, তুমিই আমার সুধা
আমি তোমার তৃষ্ণার্ত পেয়ালা,
তুমি নিজেকে আমাতে ভরে
নিজেই তা পান করো;

আমি তোমাতে তরঙ্গ তৈরি করি
তুমি আনন্দে আমাকে পান করো;

আজ আমরা পরস্পর মিলে গিয়ে
হয়ে উঠি মধুশালা।

 

 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...