সাদা রং ।। অনুভা নাথ

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

সাদা রং
অনুভা নাথ
 
 
পথশিশুটা বুভুক্ষু দৃষ্টিতে তাকিয়ে থাকে ভাতের হোটেলের দিকে এই মুহূর্তে
সাদারংটা ওর ভীষণ পেতে ইচ্ছা করে
হ্যাঁ ওই ভাত, সাদা রঙের।

রজনীগন্ধা ফুলগুলোকে ছুঁয়ে মালী খুশি হয়-
বিয়ের মরশুমে সাদারঙের এই ফুল চড়া দামে বিক্রি হবে।

সদ্য বিধবাটি নিজের অস্তিত্বকে আয়নায় খোঁজে
সাদারঙের থানে সে জীবনের সংজ্ঞা হারিয়ে ফেলেছে।

পাত্রপক্ষের ভীষণ পছন্দ হয়েছে মেয়েটিকে
এত সুন্দর সাদা রং গায়ের।

লেখকের অন্যান্য লেখা

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...