মৃত জ্যোৎস্নায় সোনালি চাঁদ ।। কৃষ্ণেন্দু দাস

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
 
মৃত জ্যোৎস্নায় সোনালি চাঁদ 
কৃষ্ণেন্দু দাস 
 
মেঘের বাড়ি বৃষ্টি ...
বৃষ্টি তুই আয়, আমার বাড়ি আয়...

কী দিয়েছিলে ?  বৃষ্টিধোয়া একটা চিঠি...
  
যাবার আগে সঙ্গে নিও...সন্ধে হলে বুকের কাছে 
                                           একটুখানি আগুন দিও...

একদিন গোধূলিতে...  রেখে যাব
                                     মৃত্যুর চিরকুট ...

আমার দেয়ালে টাঙানো...তোমার 
                                   সমস্ত ব্যথার রূপ  ...

জানলা খোলা ছিল...অমরত্ব চাই না, প্রেমের জন্য 
                                                  নিঃস্ব হতে চাই 

আজীবন খুঁজে গেলে...কী পেলে? নাচঘর নীরব ,
                     নিঃঝুম পড়ে আছে সোনার নূপুর ...

অলিখিত প্রেম...দেয়াল জুড়ে সাজিয়ে রাখে, 
                                 লিখিত প্রেমের বর্ণনা 

নদীতীরে ঐ পাখিটি... একলা রয়ে যায় 

একটি তারা পথ হারা... বুকের কাছে বন্দি
     
বড়  দেরী হয়ে গেল ...এখনো দাঁড়িয়ে সূর্যাস্ত ...

খাঁচার পাখি জানলো না... ফাগুনের হাহাকার
 
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...