বন্ধু সংখ্যা ।। তোফায়েল তফাজ্জল

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
বন্ধু সংখ্যা
তোফায়েল তফাজ্জল
 
 
ছিটা আলো দেখেই ভেবো না 
অন্ধকার গুটিয়েছে লেজ,
কারসাজির নাগিনীরা ঢুকে গেছে গর্তে,
পথে নেই খানাখন্দ বা শৈবাল-ফাঁদ।
বরং পা ফেলবে ডান-বাম দেখে, নির্ভুল নজরে।
অপরকে কাদায় ফেলার বাঁকা ভাবনা
সরণীর পাশে সটান দাঁড়িয়ে থাকা বৃক্ষটায় 
নৈঃশব্দে লটকিয়ে।
গিট গোনা বন্ধু সংখ্যা দাঁড়াবে হাজারে।
বাঘে-মোষে খাবে জল দূরত্ব কমিয়ে।
দেখবে, অমৌসুম বা ভাটির টানে 
মনোমালিন্যের উগ্রধারা, 
সংকীর্ণ হৃদয়ে ভিড় করছে সম্প্রসারণের শিক্ষা। 
এর ব্যতিক্রম কিছু দেখলে বুঝবে সাময়িক –
দিন শেষে চোখে পড়বে, কাঁটা হয়ে কেউ নেই পথে।
 
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...