প্রতিবন্ধন... ।। অসীম ভুঁইয়া

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
প্রতিবন্ধন...
অসীম ভুঁইয়া
 
 
ভাঙাচোরা কুবাই ব্রিজের ধারে শুয়ে আছি কতকাল 
শুয়ে শুয়ে নদীটির স্বপ্ন হওয়া দেখি 
দেখি এলোমেলো আগাছাদের জালিকাকার শিরান্যাস 
অনেক ধুলোবালি বুকে জন্মের পরিক্রমা করে ব্রিজটি 
কংক্রিটের খোঁচায় প্রতিবাদী সরগম ঢেউ হয়ে যায় 
এগিয়ে দেয় নদীটিকে সঙ্গম – সুখে 
আমার শুয়ে থাকা মানে প্রতিবাদী হতে থাকা ...
গভীর রাত্রির নিঃসঙ্গতাও নাভি সয়ে যায় 
বুঝে যাই বেঁচে ওঠার যন্ত্রণাময় শিল্পকলা 
এভাবে রাতদিনের মুহূর্তগুলি কুচিকুচি কেটে 
জুড়ে দিই আবার নিজের অজান্তে ...
ভয় নেমে আসে গাছ – পাতাদের ফাঁক ফোকরে 
আমি শুয়ে থাকি আরও আরও গভীরতর প্রতিবন্ধনে। 
 
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...