প্রতিদ্বন্দ্বী ।। কৌশিক দাস

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
প্রতিদ্বন্দ্বী 
কৌশিক দাস


আমি সব প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হবো
কারো প্রেমিক হবো না!
প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হতে চাই
চোখ ভরে দেখতে চাই রঞ্জন রশ্মিটাকে
যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়
বয়ে যাবে আমার চির নিদ্রার অফুরন্ত প্রহর।

এতো যে ভালোবাসা চাও
তার এতটুকু উত্তাপ সইতে পারবে তুমি?
প্রথম কদম ফুল জ্যৈষ্ঠের ঝাঁ ঝাঁ রোদ
সজীবতার পূর্ণ ছিলো আমার হৃদয়
ঘুরে বেড়াই ধূসর দুনিয়ায়
বাতাসে ঠাসা বেলুন
যে সূচের খোঁচায় চুপসে গিয়ে
নিমেষে হবে সার।
আমি প্রতিদ্বন্দ্বী হবো আমার ভালোবাসার
প্রেম বিলাবো শতজনকে শতবার।
 
 
 
 
লেখকের অন্যান্য লেখা

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...