মিথ্যে আবেগ ।। পারমিতা ঘোষ

Unpublished

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

মিথ্যে আবেগ
পারমিতা ঘোষ
 
 
এক পাথর জমাট বুকে, বিন্দু শিশির থাকে লেগে
সে-ও ওপর ওপর হাসতে পারে,কোনো মিথ্যে আবেগে।
ভেতর ভেতর চেঁচায় ভীষণ,মেঘের কাজল আঁকে চোখে
চোখের পাতায় বাষ্প জমায়, যাকে কান্না বলে লোকে।
ইচ্ছে মাখা রুপকথাদের, হেলায় দাফন করে মনে
হাজার হাজার রাত জোনাকি, পোড়ায় সংগোপনে।
যারা নিজেই নিজের খুঁটি, ঝড়েও শক্ত থাকার কারণ
ভীষণ ক্লান্তি নেমে এলেও,তাদের হেলান দেওয়া বারণ।
যখন শ্যাওলা জমা ছাদে, রোদের আদর নেমে আসে
তবু দিনের শেষেও দাগ থেকে যায়, কালের পরিহাসের।
রোজ শেষ সীমানায় ডুবতে থাকা, এক সূর্য গাঢ় লাল
জীবন, শূন্য দিয়ে হিসাব কষা, কেউ তো কারো না।
রাতের পারদ নামত ঠোঁটে, বাড়ত চাপা আর্তনাদ
যখন কেউ কাউকে ভালোবেসে, বোঝাতে পারতনা।


লেখকের অন্যান্য লেখা

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...