নিরুদ্দেশীর ডাকনাম ।। সুমন চক্রবর্তী

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 

নিরুদ্দেশীর ডাকনাম

সুমন চক্রবর্তী

 

খসখসে চাহনির দিনলিপি লেখে অভিসারী মন,
সিগন্যালগুলো ডুব দেয় প্রুশিয়ান ব্লুতে,
আদুরে চোখে বৃষ্টি ছোঁয় আকাশের পাখি,
ক্যানভাসে টাঙানো কাঁচা ছবিগুলোতে এখনও ডালিমেরঘ্রাণ,
ভালোবাসা লেগে থাকে চশমার কাচে,
পড়ন্ত রোদ ফিরিয়ে দেয় মুঠো ভরা উচ্চারণ।
মাঠ জুড়ে হাওয়া সেলাই করে আধুনিক সভ্যতা,
আগুনের পাহাড় পেরিয়েপারদের স্রোত পাড়ি দেয়ফুলেরবাগান,
কলরব স্থব্ধ করে মানচিত্র আঁকে গোধূলির রুমাল,
দেওয়াল ভরায় রঙিন লেখামুখোমুখি শক্তপোক্তকরিডোর,
মুখোশের অন্তরালের কথা খুঁজি অভিধানে,
ফড়িঙের ডানায় মাখাই গোলাপি অনুরাগ।
শ্রাবণের ধুলিজাল ঝকঝকে জলের ফোঁটায় মেশায়স্বপ্নবেলোয়ারী,
মোহনার ডাকনিঃশব্দ বাতাসমরশুমি কাশবনেমেঘেরছায়া,
শহর জুড়ে বৃষ্টি নামেপাতাঝরা বসন্ত দীর্ঘশ্বাস ফেলে,
রাতের নির্যাসে বাক্সবন্দী য় হাজার প্রতিশ্রুতি,
বৃষ্টিধোয়া আকাশে রামধনু খুঁজতে বেরোয় অন্তিমপরিব্রাজক,
বুকপকেটের ফুটনোটে তার কাঠুরের ক্লান্তি।
 
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...