অলৌকিক ।। অর্থিতা মণ্ডল

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

অলৌকিক
অর্থিতা মণ্ডল
 
 
 নদীর ভেতর ছায়া, মুখ লুকোন অভিমানের ফাঁকে শীতল অভিবাদন।
এসব অশরীরী স্পর্শ,
গাছেরা বৃদ্ধ হয়েছেন বহুকাল

ঘুঙুরের আওয়াজ কান্নার দাগ ঘিরে ঘিরে
অস্পর্শ চ্যুতিরেখা।
বাউলিনির গভীর ওমে বাউল সেঁকে নিচ্ছে শুদ্ধ উপাচার।
বিষণ্ন কথনে ভাসে সপ্তডিঙা
বিষ ফুঁক করে কন্যা ট্রাপিজের খেলা,
ছায়া ছায়া জেগে আছে নিশাচরী শোক
চক্রাকার স্থিতিশীল।
কাতর ছুঁয়েছে শুধু অলৌকিক চোখ
 
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...