নিম্নক্রম ।। পিয়াংকী মুখার্জী

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 

নিম্নক্রম
পিয়াংকী মুখার্জী
 

প্রতিটি ধাপে একটু একটু করে খুলে যাচ্ছে
বৈধ-অন্তর্বাস
ক্রমশ প্রচারের আলো দেখছে নগ্নতা
প্রকাশ পাচ্ছে পরবর্তী গন্তব্যের অভিমুখ ,


লাভা উদগীরণের আগে আগ্নেয়গিরির জ্বলন যেমন বাড়ে
তেমনই উত্তপ্ত আজ আত্মার জ্বালামুখ !

সর্বনিম্ন ধাপে যেখানে সূচনা হয়েছিলো স্তবপাঠের ,
শুদ্ধ সংস্কৃত মন্ত্রচ্চারোণে , শব্দের কম্পাঙ্কে
কিশোরী মাটি যুবতী চাঁদ সেজেছিলো যেখানে অনায়াসেই ...

আজ সেই পথ দিয়ে ফিরে গেছে অভিসারী আলোর দল ।
নিকষ কালো স্তূপীকৃত অন্ধকার কিন্তু ভোলেনি ভূমিকার গুরুত্ব

আঁধার আজও ছেড়ে যায়নি আরম্ভের বিষাদকে !

সিঁড়ি উঠে যাচ্ছে কোন্ প্রলম্বিত গহ্বরের ঠিকানায় তা গবেষণা না করেই
তুমি আমি অযথা অহংকারে ...

বরং চলো , রুখা-রুঠাকাঠা জমিতে অঙ্কুরোদগমের কৃষিকাজ করি !

ওদিকে উপসংহারে দাঁড়িয়ে গণিতশিক্ষক বারংবার বলেই চলেছেন ...
" মানের নিম্নক্রমে সাজাও "

 

 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...