অসুস্থ পৃথিবী ।। বঙ্কিম মাজী

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 

অসুস্থ পৃথিবী
বঙ্কিম মাজী

 

অসুস্থ পৃথিবী আজ ডুবে আছে অসুখে
নরলোকে অসুরের প্রাণঘাতী যুদ্ধ
বেঁচে আছি কোনোমতে বারুদের সমুখে
হাসছেন আড়ালেতে ভগবান বুদ্ধ !

চারিদিকে হিংসা খুন আর প্রাণনাশ
রাজনীতি কলুষিত দোষারোপ পর্বে
প্রতিবাদী হলে হবে হিংসাবলীর ত্রাস
সয়ে গেছে বোদ্ধারা বুদ্ধির গর্বে।

উল্লাস মাতামাতি উৎসব বাড়ছে
যৌবন ডুবে আছে প্রমোদের শয্যায়
শিশু বুড়ো সব্বার রাতঘুম কাড়ছে
হায়নারা বসে আছে নির্ভীক লজ্জায়।

অসুস্থ দেশ আজ রোগ তার ক্যানসার
অসুরেরা এইবার রাজপাটে দেবে মন
লুটেপুটে খাওয়া শুরু  আর সব ছারখার
বুক বেঁধে আছি কবে  বধ হবে দুশমন !

 

 

 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...