দাগ ।। সুব্রত কুমার বুড়াই

 

আমার শরীরে অনেক স্মৃতি রেখেছ তুমি
চিমটি কাটা থেকে কলমের খোঁচা
কিংবা ডান হাতের তালুতে কম্পাস কাঁটার চিহ্ন!
রয়ে গেছে সব...
শুধু তুমি চলে গেলে হৃদয়ে গভীর ক্ষত রেখে।
বত্রিশ বছর কী এমন সময় সেসব মুছে যাওয়ার!

হাত বুলোই শরীরের সে দাগে
জেগে ওঠে স্মৃতি।

তোমার হাতে পেন্সিল কম্পাস নেই, আছে সংসার।
আর আমার ভালোবাসার নৌকা বাঁধা থাকে দাগে!

 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...