ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : আমাদের শিরদাঁড়া

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : আমাদের শিরদাঁড়া

 iswarchandra vidyasagar

 
আলোর উৎস থেকে আস্তে আস্তে যতদূরে যাওয়া যাবে ততই আলোর দীপ্তি ক্রমে কমতে কমতে একসময় আর আমাদের চোখে পড়বে না। ব্যতিক্রম সূর্য। দূরে থাকা সত্ত্বেও তার রশ্মির দিকে তাকানো যায় না। এমনই এক ব্যতিক্রমী আলোকোজ্জ্বল ব্যক্তিত্ব বিদ্যাসাগর। তাঁর অবিনাশী অস্তিত্ব ও কীর্তির উদ্ভাস আজও অম্লান। শুধু জন্মের দুশো বছর পরে নয়, সমাজে যতদিন শিক্ষার অভাব, দারিদ্র ও মনুষ্যত্বের অবমাননা, নারীদের প্রতি উপেক্ষা থাকবে, যতদিন ধর্ম বা শাস্ত্রের নামে কদাচার সংকীর্ণতা থাকবে, যতদিন মানুষ পৌরুষ আত্মপ্রত্যয় ও উদ্যমের অভাবে নতশির, ততদিন আমাদের বিদ্যাসাগরের স্মরণ নিতেই হবে।
     বিদ্যাসাগরের যুগ থেকে এগিয়ে এসে পেছন ফিরে নিরপেক্ষ দৃষ্টিতে...

 iswarchandra vidyasagar

 
এক অভূতপূর্ব অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি। করোনা আজ মহামারীর রূপ নিয়ে গোটা বিশ্বে জীবনযাত্রাকে স্তব্ধ করে দিয়েছে। দাঁড়িয়ে গেছে বিশ্ব অর্থনীতি। থমকে গেছে বিশ্বের সংস্কৃতি চর্চা। সামাজিকতা আজ প্রশ্নের সম্মুখীন। অন্ধকার ভবিষ্যৎ হাতড়ে আশার আলো খোঁজার আপ্রাণ চেষ্টা। এর মাঝেই একে একে হারিয়ে যাচ্ছে বা স্তব্ধ হয়ে যাচ্ছে ভালোবাসার স্পন্দন। আর এই অভূতপূর্ব অবস্থার মধ্যেই এক মহামানবের জন্মদিন উদযাপন করছি অনাড়ম্বর ভাবেই,  বলা উচিত বাধ্য হচ্ছি। 
 
 সরকারিভাবে বিদ্যাসাগর মহাশয় এর জন্মদিন যদিও ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর ধরা হয়,  বাংলা তারিখ অনুযায়ী ১২২৭ বঙ্গাব্দের ১২আশ্বিন তিনি জন্মেছিলেন বলেই&nbsp...

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...