ভাষা নিয়ে ভাসা ভাসা কিছু কথা ।। বিপ্লব গঙ্গোপাধ্যায়

 

ভাষা কি নিছক মনের ভাব প্রকাশের মাধ্যম না তারও অতিরিক্ত কিছু ? শুধু মনের ভাব প্রকাশ নয় এক সৌজন্যমূলক মিথ্যের পৃথিবী তৈরির ক্ষেত্রে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি ভালো নেই জেনেও মুখে হাসি ফুটিয়ে যন্ত্রণা আড়াল করে দেওয়ার যে চেষ্টা তা সার্থক হয়ে ওঠে ভাষারই শিল্পময় প্রকাশে। এভাবেই ভাষার ব্যবহার এক নতুন দিকদর্শন হয়ে দাঁড়ায়।বিভ্রান্ত করে প্রোটাগনিস্ট চরিত্রকে।
আমি ব্যক্তিগতভাবে মনে করি এত কিছুর বাইরে ভাষা এক ভূগোল। একজন রক্তমাংসের মানুষ তার যাবতীয় উপাদান ভাষামাটি থেকে সংগ্রহ করে। গৃহিত জল লবন নিজস্ব ক্লোরোফিলে এক অদভুত সালোকসংশ্লেষে তৈরি করে তার বেঁচে থাকার উপাদান। সাহিত্য শিল্প তো বটেই জীবনের প্রত্যেক স্তরেই বেঁচে থাকে এই মাটিগন্ধ। ভাবপ্রকাশের মাধ্যম ইশারাও হতে পারে। আড়ালের মাধ্যম মুখোশ হতে পারে।
ভাষা সেই আশ্চর্য আকাশ যেখানে মানুষ খুঁজে পায় তার নিজস্ব রামধনু স্বপ্নের বৃষ্টিপাত ।

 

 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...