ফুলচোর ।। সুকান্ত সিংহ

 
onugolper adda full


ঘুম ভেঙে দেখি আবার ফুলচোরেরা ফিরে এসেছে। বড়কাকিমা তাদের একটাকে হাতের নাগালে পেয়ে আঁকশি ছাড়িয়ে নিয়েছে। মেয়েটা কাঁদতে শুরু করেছে-- ওটা আমার নয়, বিষ্টুদের। বড়কাকিমাও দেবে না। বলছে-- আর আসবি, হুঁ? সে কাঁদতে কাঁদতেই ঘাড় নেড়ে বলছে-- না। বড়কাকিমা আরো রেগে বলছে-- তোদেরকে বিশ্বাস নেই। যাহ্, আঁকশি রইল এখানে।

মেয়েটা এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বড়কাকা আর থাকতে না পেরে বেরিয়ে এসে ধমক দিল-- কী হচ্ছে কী? নিয়ে যা তোর আঁকশি। ফুল দরকার হলে চেয়ে নিবি। ডাল ভাঙিস কেন? এই টগরটা নিবি? নিয়ে যা। ডাল ভাঙিস না আর।

মেয়েটা আঁকশি আর ফুল নিয়ে দে ছুট। একটু দূরেই অন্যরা ছিল। তারাও একসাথে ছুট লাগাল।

বড়কাকা বলল-- তোমার হল কী? সকাল বেলা বাচ্চাদের সাথে চিৎকার করছ?

বড়কাকিমা টগরের ভাঙা ডালটা সরাতে সরাতে বলল-- মেয়েটা একদম আমাদের মিনুর মতো না?

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...