থাপ্পড় ।। শংকর ব্রহ্ম

 onugolper adda full
 
 
আর বেশী দিন বাকী নেই পূজার।
হরনাথ বাবু পূজার বাজার সেরে বাড়ি ফিরলেন। সঙ্গে তার মেয়ে অনামিকা ছিল। উবে-ট্যাক্সী গাড়ি থেকে জামা কাপড়ের প্যাকেট, জুতোর বাক্স ঠিক মতোন নামল কিনা তার তদারকিতে ছিল অনামিকা। কেনা কাটার সমস্ত জিনিস নামিয়ে এনে খাটের উপর রাখা হলো।
     সব প্যাকেট খুলে ফর্দ ধরে জিনিস মিলিয়ে নিতে লাগল অনামিকা। সে একটা প্যাকেট খুলে বলল, বাবা তুমি ক'টা গেঞ্জী কিনেছো?
- কেন, দু'টো। দু'টোরই তো দাম নিলো 
কেন কম দিয়েছে নাকি, শালারা যা চোর।
-কম দেয়নি বাবা, বেশী দিয়েছে একটা।
- মানে?
- তিনটে দিয়েছে, ভুল করে।
-বেশ ঠিক আছে। হরনাথ বাবু পরিতৃপ্তির হাসি হাসলেন।বললেন, নে নে সব মিলিয়ে নে ভাল করে।
   লিষ্ট ধরে মেলাতে মেলাতে, একটু পরে অনামিকা বলল, বাবা মায়ের শাড়িটা তো পাচ্ছি না।
- সে কি রে?  কোথায় ফেললাম আবার?
সব নিয়ে তো ওই গেঞ্জীর দোকানটাই ঢুকে ছিলাম, শেষটায়।বোধহয় ওখানেই ফেলে রেখে এসেছি। সেখানে পড়ে থাকলে
কি আর ফেরৎ দেবে? যা চোর সব।
       রাতে ভাল ঘুম হলো না তার। পরের দিন সকালেই হরনাথ বাবু ছুটলেন গেঞ্জীর দোকানে। দোকান খোলা দেখে মনে মনে খুশি হলেন। দোকানে ঢুকে দোকানদারকে বললেন,দাদা কাল কি এখানে একটা শাড়ির প্যাকেট ফেলে রেখে গেছি?
- হ্যাঁ দু'টো প্যাকেট পড়ে আছে, দেখুন কোনটা আপনার?
- এই তো এই'টা। বাঁচালেন ভাই, কত টাকা দামের জিনিষ।
- দেখুন না কাল তাড়াতাড়িতে আমাদেরও দু'একটা জিনিষ চলে গেছে, সামান্য গেঞ্জী রুমালের ব্যবসা, দু'একটা গেলেই ক্ষতি হয়ে যায়।
     অপরাধী সাব্যস্ত করে যেন কেউ হরনাথ বাবুর গালেই সজোড়ে এক থাপ্পড় কষালেন।

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...