পরীক্ষার প্রস্তুতি ।। বিমল মণ্ডল

Unpublished

পরীক্ষার প্রস্তুতি
বিমল মণ্ডল
মহাদেব আটচালা ঘরের একটি বারান্দায় পড়ছে।সামনে পরীক্ষা। দিন রাত পড়ছে মহাদেব। মহাদেবের বাবা খুবই গরীব। টোটো গাড়ি একটি লোন নিয়ে করেছেন। সংসারে চারজন খেতে। সারাদিন যা আয় হয় বেশিরভাগ লোন মেটাতে চলে যায়। তাতে এক ছেলে আর একটি মেয়ে পড়াশুনা করছে। এদের পেছনে ও খরচ আছে। ছেলে তার মহাদেব। পড়াশুনায় ভালো। মাধ্যমিক পরীক্ষা দেবে এবার। মহাদেবের বাবা খরচের কথা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়ে। মহাদেব ডাক্তার নিয়ে আসে। বাবা বলেন "আমি আর ভালো হবো না রে?" মহাদেবের শরীর কেঁপে ওঠে। বাবার গায়ে হাত বুলাতে বুলাতে বলে "না বাবা! তুমি সুস্থ হয়ে উঠবে।আমি আছি না তোমার সাথে"। মহাদেব পরীক্ষার কথা আর ভাবে না। সকালে টোটো নিয়ে বেরিয়ে যায়। বাড়ীতে বাবা বিছানায় শুয়ে। ছেলের জন্য মা ছটপট করছে। বাইরে ঘন অন্ধকার হয়ে বৃষ্টি পড়ছে। মহাদেবের বোন কাঁদতে কাঁদতে তোঁ তোঁ করে মাকে বলে" দাদা না, দাদা না" এই কথা শেষ হতে না হতে পুলিশ বাড়ীতে এলো টোটো নিয়ে। শুধু মহাদেব আসেনি তার পরীক্ষার প্রস্তুতি পুলিশ গাড়ীতে শুয়ে।

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...