• IMG-20180311-WA0016-copy.jpg


আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...IMG 20200628 185805

 

স্রোতের উল্লাসে
বিপ্লব গঙ্গোপাধ্যায়

আজ এই বৃষ্টির দুপুরে
তোমাকে ভুলবো বলে জলে জলে ভাসালাম স্মৃতি।
পুরোনো চিঠির বাক্স খুলে
প্রেমপত্রে বানালাম নৌকোর আদল।
যা ভেসে যা অচিন পথে
আর ফিরে আসিস না
আর কোন জ্বালাতন নয়
কাগজের নৌকা ভাসিয়ে দিয়ে ভাবলাম সব ভেসে গেল।
তারপর নদীপথে যেখানে এলাম
ফিরে দেখি সে আমারই পরিচিত চর।

কিছুই ঝাপসা নয়
স্পষ্ট আলোর নীচে সেইখানে ধুলোমগ্ন ঘর ।

যে বয়স ভেসে গেছে জলের কিনারে
পাল তুলে অবিকল নৌকার মতই
কবিতার স্বপ্ন নিয়ে শব্দের বেহুলা আজ কলার মন্দাসে
মৃত দিন লখিন্দর হয়ে যায় রোজ।

প্রতিটি মুহূর্ত তাই আমাকে বিমনা করে
ফুরোয় না কোন রাহুগ্রাসে....

কাগজের নৌকা যেন স্মৃতিপথ
বয়স বাড়ে না তার
ভুলে যেতে গিয়ে আবার নিবিড় করে
ছুঁয়ে যায় শরীরের নিদ্রিত আঁচল।
যতখানি কাছে ছিল তারও চেয়ে বেশি কাছে
প্রতিদিন ভেসে আসে স্রোতের উল্লাসে।

Comments powered by CComment