• IMG-20180311-WA0016-copy.jpg


আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...IMG 20200628 185805

 

শাল-পলাশের বন
শোভন মণ্ডল


দুপুরের অলস হাওয়ায় কেঁপে যায় শালের বন
তীব্র উচ্ছ্বাস। ঝরে যায় পাতা
ভেসে যায় নৌকো হয়ে

এই যে পথ চলে গেছে জঙ্গলের ভেতর
আঁকা-বাঁকা,  অজগরের মতো
দু'পাশে আগুন জ্বালানো পলাশের গাছে
লাল ধুলো পায়ে পায়ে
আমাকে সঙ্গ দেয় প্রতিদিন,  এ পথে
আমি শুধু অবাক বিস্ময়ে অরণ্যের গন্ধ শুঁকি
অনুভব করি ফুলের উত্তাপ

আর ওই যে একদল মেয়ে ঝাঁট দিয়ে জড়ো করছে শালপাতা
সযত্নে ভরে নিচ্ছে থলির ভেতর
ওদের শরীরে গড়িয়ে পড়ছে ঘাম

অরণ্যের বিস্ময় ওরা গায়ে মাখছেনা

Comments powered by CComment