iswarchandra vidyasagar

Mohool Potrika
Login Here  Login::Register
মার্চ ২০২০                                                  প্রচ্ছদ–ঋত্বিক ত্রিপাঠী    

বন্ধু ।। তৈমুর খানকত চুমু ছড়িয়ে আছে 
কুড়িয়ে নিচ্ছি।
রোদ আর বৃষ্টি পেলে 
নষ্ট হবে।
দ্রুত ট্রাক পিসে যাচ্ছে 
জুতোর আওয়াজ এগিয়ে আসছে।

এপাশ ওপাশ চুমুর বাগান 
ঠোঁটের পাপড়ি , পাপড়ির গান 
শুনতে শুনতে এই এতদূর 
হেঁটে এলাম মুগ্ধপুর 
বেলা গেল পথে পথে 
ফিরব একা  
ভুলেছি সব 

রাত হলে কারা বাজনা বাজায় ? 
কাদের পুজো রোজ রাতে ? 
বিহ্বল শুধু ঘুরতে থাকে 
আমার সাথে 
বন্ধু আমার.... 

অনধিকার       
ভয় দেখাচ্ছে 
ধমক দিচ্ছে 
শাসন করছে 
আবার আমি থমকে গেছি 

কত দূরে তুমি থাকো  ? 
একটা টেবিল 
দুটো টেবিল 
রঙিন রাত 
আলো জ্বলছে।
যার যা পিয়াস 
পান করছে।
হাতের কাছে ঝিকিমিকি 
শরীরে শরীর দুলছে।
হাওয়ায় উড়ছে বিকিনি।

চিতার সামনে দাঁড়িয়ে আছি 
সবাই দেখি পুতুল নাচছে 
কেউ ডাকে না —
একটা টেবিল, দুটো টেবিল 
রঙিন তরল এই শহরে.. 

সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যাকরোনা Diaryআমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...

 

 

কবিতা, গল্প, কবিতা বিষয়ক গদ্য পাঠাতে পারেন ইউনিকোডে ওয়ার্ড বা টেক্সট ফর্মাটে মেল করুন [email protected] ।

বিশেষ দ্রষ্টব্যঃ- www.mohool.in এ প্রকাশিত লেখার বিষয়বস্তু ও মন্তব্যের ব্যাপারে সম্পাদক দায়ী নয় ।