মার্চ ২০২০                                                  প্রচ্ছদ–ঋত্বিক ত্রিপাঠী    

চিরকালীন ।। অংশুমান চক্রবর্তী

চোখের উপর চোখ রেখেছি যেই
বুঝতে পারি আমি কোথাও নেই।

মনের ঘরে ছড়িয়ে যায় ত্রাস
কী ঘটেছে, জানে ফাগুন মাস।

তোমার জানা সাঙ্গ হল কবে?
একা একাই মেতেছি উৎসবে।

চতুর্দিকে ধূসর মরুভূমি
এক আঁজলা বৃষ্টি দেবে তুমি?

চোখের উপর যেই রেখেছি চোখ
ভুলতে থাকি চিরকালীন শ্লোক।

লেখকের অন্যান্য লেখা

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...