মার্চ ২০২০                                                  প্রচ্ছদ–ঋত্বিক ত্রিপাঠী    

বসন্ত কথায় ।। সুস্মেলী দত্ত

 

শুনছ আকাশ, বসন্ত এসে গেল–
বাতাস শুনেছ, বসন্ত ধারাস্নান?
রামধনু রঙ আবির ছড়াছড়ি
শরীর শরীর চুলবুলে আনজাম

বসন্ত থাক, দেরাজটা হাটখোলা
ভুল বসন্ত আলাপন প্রতিদিন
চিলের কোঠায় উন্মাদ চখাচখি
শুধছে গোপনে জন্ম মৃত্যু ঋণ…

বসন্ত নাকি অবাধ্য ভাঙা নীড়
চোখ নয় মেঘ, ওষ্ঠের হাহাকার
বিলাপ আগুন প্রতিরাত দাবানল
হু হু দাম্ভিক ক্ষণে ক্ষণে বারবার

হোক বসন্ত তোমার আভোগে লীন
প্রেম প্রেম ডিঙি ভাসছে সাগরজলে
সুঠাম পৃথিবী দুর্বার হিজিবিজি
বসন্ত মানে, ইতিহাস কথা বলে –

শুনেছি সে প্রেম নামছে বৃষ্টি যেন
ভালোয় বাসায় বাসন্তী সংলাপ
রোদ বসন্ত জড়িয়েছে প্রাণমন
আসল নকল পূণ্য এবং পাপ।

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...