মার্চ ২০২০                                                  প্রচ্ছদ–ঋত্বিক ত্রিপাঠী    

কিটক্যাট ।। তপনজ্যোতি মাজি 



প্যারাডাইস উদ্যানে রজতাভ ট্রেতে রাখা আছে একটি কিটক্যাট ।

তরঙ্গায়িত ঝর্নার স্ফটিকস্বচ্ছ জলে দ্বিপ্রহরে স্নান করে নিদ্রাচ্ছন্ন ছিল দুই মানব মানবী । এই শতাব্দীতে তাদের নাম পরিবর্তন হয়েছে । মানবের নাম মৈনাক , মানবীর নাম ঊর্মিমালা l

বসন্ত বাতাসে তাদের হৃদয় দুয়ার মুক্ত ও জাগ্রত ।
সন্ন্যাসী বর্ণ আলোয় মানবী গাইছে প্রাচ্যের কবি রবীন্দ্রনাথের প্রেমের গান , " কোলাহল তো বারন হলো......।

তমসাবর্ণ সন্ধ্যা নামলো ধীর লয়ে । মোমের আলো জ্বাললো মানবী।
দুজনে দাঁড়ালো রজতাভ ট্রের কাছে ।
সন্তর্পনে মোড়ক উন্মোচিত করে মানব মানবীর ওষ্ঠে দিল
কোকবর্ণ কিটক্যাট।

অতঃপর মানব মানবী ভালোবাসার চর্যাপদ রচনা করতে থাকল
প্রজন্মের পর প্রজন্ম।

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...