মার্চ ২০২০                                                  প্রচ্ছদ–ঋত্বিক ত্রিপাঠী    

প্রেমপত্র ।। কৌশিক চ্যাটার্জি

 
 
সু,
অনেকেই হয়ত ভেবেছিল তোমায় পত্র লিখবে, তাই সূর্য ওঠার আগে কানে কলম গুঁজে বেরিয়ে পড়লাম।
প্রেম থাকে যদি,  তবে তা প্রতিভাসিত হওয়া উচিত, অসুস্থতার প্রতিফলন ঘটবে সমস্ত মুখ জুড়ে এটাই তো স্বাভাবিক।
তুমি যদি ঝিল হও, ডুবে যাওয়া আমার অনিবার্য।আর তুমি যদি ডিঙ্গা হও, পার করে দেওয়া তোমার কর্তব্য। প্রতিটা মুহূর্তে তোমার মুখের মানচিত্র আমার চোখে  আগুন লাগায়। তুমি তোমার স্মৃতিগুলোকে বলো আমায় একদিন ছুটি দিতে, প্রেমের সপ্তাহে একটা রবিবার থাকা উচিত।
সু,আমি সেই শুস্ক ধূলিকণা হতে চাই, যাকে জড়িয়ে তোমার আদ্রতা রূপ নেবে একটি শিশির বিন্দুতে।
জানিনা কেনো সবাই আমার হৃদয়ের ক্ষতর দিকে তাকায়। আমি গোপন রাখতে চাই তোমার চোখের ছুরিকাকে। ফাগুন গুনগুনিয়ে উঠলে তুমি নিজেকে সাজিয়ে তোলো হয়ত আমারই জন্যে, আমি নিশ্চুপ আয়না হব, তুমি দেখবে নিজেকে আমার মধ্যে।
আর যখন তুমি আভরণ পরে ,  সৃষ্টির অন্যতমা হয়ে ওঠো, আমার তখন ইচ্ছে করে তোমার ঘোমটা হয়ে তোমায় আগলে রাখি, পৃথিবীর থেকে লুকিয়ে আমার বুকে মিশিয়ে দি।
                                          ইতি 
                                          তোমার... কৌশিক

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...