শম্ভুনাথ চট্টোপাধ্যায়, শুধু এই...

শম্ভুনাথ চট্টোপাধ্যায়, শুধু এই...

sambhunath chattapadhyay

শম্ভুনাথ চট্টোপাধ্যায় চলে যাবার পরে সম্ভবত আমরা কেউ কেউ অনুভব করতে পেরেছি তাঁর কবিতার মতো, তাঁর থাকাটিও আলতো ছিল। যেমন আলতো ছুঁয়ে থাকে পেনসিল হারিয়ে ফেলার সেই কবেকার স্মৃতি, যেমন ছুঁয়ে থাকে আমাদের সমস্ত ঘুমের ভেতর বিকেলের শেষ রোদ, ঠিক তেমনি করেই আলতো ছুঁয়ে থাকাটি ছিল শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের। কবিতার মধ্য দিয়ে। হ্রেষাধ্বনি ছুটিয়ে যেসব অবশ্যম্ভাবী কবিতা ইতিপূর্বে এসেছে, তাদের থেকে অনেকখানি সরে পায়ে হেঁটে এসেছে তাঁর  কবিতা। তিনিও কি নন? সে-হাঁটাতে লেগে আছে ধুলো। লেগে আছে ভোরের শিশির। পাখির বাসা। জাজিমে বসবার জন্য যেইসব লেগে-থাকাদের ধুয়ে ফেলেন নি তিনি। যেভাবে এসেছিলেন, সেভাবেই থেকেছেন, চলে যাওয়াটিও ঠিক সেই ভাবেই। আলতো। একটু অগোছালো ভাবে। যেন এমন একটি মনোভাব, এলুম, যেতে বললে চলে যাবো।

...

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...