Author

Biswajit ।। বিশ্বজিৎ


অন্য গল্প
বিশ্বজিৎ

অংশুমান সবকিছুই দেরী করে পায়। ওর কপালে পাওয়াটাও একটু দেরী করে এসে পৌঁছোয়। পড়াশোনা, খেলাধুলো, সাহিত্য, পাঠক, পুরস্কার সবেতেই অংশুমান যেন একটু পিছিয়ে
পড়েছে। ও সবার থেকে সরে যাচ্ছে। প্রতিদিন একটু একটু করে, আপন প্রবাহে ভেঙে যাচ্ছে। ওর কোনো ব্যানার নেই। আপশোশ নেই। প্রেমিকার থেকেও দূরে সরে থাকছে। প্রেমিকার নাম(অনন্যা) জানতে চাইলে ও কাউকে বলে না। কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে এটেন্ড করে না। তবুও অংশু বাবা, মা, বন্ধুবান্ধব, প্রেমিকাকে এড়িয়ে প্রতিনিয়ত নিজের ভেতর কী যেন করে চলে। কী যেন এগিয়ে নিয়ে যায় ওকে। যা কেউ জানে না, হয়ত কোনোদিন জানতেও পারবে না। ওর পাওয়া না-পাওয়ার আসল গল্পটা…

Write comment (0 Comments)
0
1
0
s2sdefault