হারানো চিঠি ।। হীরক বন্দ্যোপাধ্যায়

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

হারানো চিঠি
হীরক বন্দ্যোপাধ্যায়


কত কথা বলা হল না ,কত কথা শোনা হল না
কত লোক সেই কবে থেকে টেবিল চাদর পাল্টিয়ে ফুলদানী সাজিয়ে বসে আছে
সেসব কিছুরই খোঁজ নেওয়া হল না
অথচ সমুদ্রকে দেখলে আজও অচেনা নারীর
অনুষঙ্গ ভেসে ওঠে ণত্ব বিধি কমা পূ্র্ণচ্ছেদ
সঞ্চারী সমেত ...

তখন ইন্দ্রজাল কমিকসের ছেঁড়াপাতা উড়ে আসে,পান্ডব গোয়েন্দা ব্যোমকেশ কিরীটী ...
যেন জাফরির ম্রিয়মান আলোছায়া যেন লালনের গান ...
ইদানীং রঘুডাকাতের কথা কেউ আর বলে না,বলে না ফুটবল গ্রাউন্ডজুড়ে তাঁবু
খাটিয়ে
নটীবিনোদিনী কিংবা গান্ধারী জননীর
কলাকুশলীদের কথাও...তাবত ভালোমন্দ
সার্কাসের বামনটির সাথে অদূরদর্শী হয়ে গেছে

আজকাল কারো কাছে ,কাঁধে হাত রেখে বলতে পারি কৈ ...মাঝে মাঝে বাড়ি বদলানো ভাল
জাঁহাপনা ...অথচ কত কথা বলার ছিল,বলা হল না ...কত কথা শোনা হল না

হারানো চিঠির ঝাঁপি খোলা হল না


একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...