একাকীত্বের সঙ্গে ।। শিল্পী দত্ত

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

একাকীত্বের সঙ্গে
শিল্পী দত্ত


সবাই বলে আমি নাকি একা,
কিন্ত আমি জানি আমি একা নই।
ভালোবেসে যে বীজ বপন করেছিলি আমার শরীরে,
সেটা আজ ছোট্ট চারাগাছ।
আমার সকল একাকীত্বের সঙ্গী।
তাকে যত্ন করতে অনেকটা সময়ই কেটে যায়।
তবুও মনে পড়ে তোর কথা প্রতিনিয়তই।
তুই না চাইলেও, তোর অনেক খবর আজও পাই আমি।
শুনলাম বিয়ে করেছিস!
খুব জানতে ইচ্ছা হয়—
ভালোবাসিস ওকে, নাকি শুধুই করিস অভিনয়?
ওকি আমার মতো অভিমানী?
ওর রাগ ভাঙাতে, জোর করে আদর করিস ওকে,
যেমন আমায় করতিস?
কোনোদিন ভাবতে পারিনি তুই অন্য কারো হয়ে যাবি।
জানিনা কোনটা ভুল ছিল—
আমার ভাবনা না তোর ভালোবাসা।



একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...