সীমান্তরেখা ।। শ্যামল দত্ত

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

সীমান্তরেখা
শ্যামল দত্ত

একটা কবিতা জন্মের ভাবনায় নিঃশব্দ দুপুর;
অগোছালো মন ডায়েরীর পাতায়।
অক্ষরে অক্ষরে সুগভীর বন্ধন;
কলমের ডগায় মৌনমুখর ছন্দে নিবিড় কথামালা।

আলোমাখা চাতালে পড়ে থাকা দুরন্ত শৈশব;
বাবার সীমাহীন আদরমাখা শাসন-বেলা
আর মায়ের আঁচলঘেরা প্রশ্রয়।
নোনাস্বাদে বাসযোগ্য ভূমির কঠিন প্রতিজ্ঞা,
এগিয়ে চলা শব্দেরা ঘিরে থাকে চারপাশ।

ধূপছায়ারঙা পাখিটার চোখে
আলস্যের কাজল,ঠোটছোঁয়া ডালে
আগামী প্রজন্মের নিরাপদ আশ্রয়।
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...