সুখের কবিতা ।। মানবেন্দ্র পণ্ডিত

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

সুখের কবিতা
মানবেন্দ্র পণ্ডিত 
                     
মনে পড়ে  শতাব্দী                       
ফাগুন বেলার  সেই  বিকেল         
অপরিচিত  অনেক   মুখ     
দূরে ইউক্যালিপটাসের  বন   
আধো অন্ধকার  নেমে  আসছিল 
খালে বিলে,ওখানে  পদ্মফুল  ফোটে,   
অভিমানী  আকাশ  ছুঁঁয়ে  যেত   
 ওপারের  ঘর  বাড়ির  ছাদে,     
মনে  পড়ে , বাঁশিওলার  বিষণ্ণ  বেলার সুরে       
ফিরে  যেত  যাযাবর  পাখিরা,               
ওখানে,    সুখের  কবিতা  লেখে  সবুজ  মাঠ।
 
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...